রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কাবুল বিমানবন্দরে নিহত ৫

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পাঁচ ব্যক্তির মৃতদেহ একটি গাড়িতে উঠাতে দেখেছেন তিনি। আরেকজন প্রতক্ষ্যদর্শী জানান, এখনো বোঝা যাচ্ছে না এই ৫ জন গুলিতে নিহত হয়েছে নাকি মানুষের ভিড়ে চাপা পরে মারা গেছে।

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পাঁচ ব্যক্তির মৃতদেহ একটি গাড়িতে উঠাতে দেখেছেন তিনি। আরেকজন প্রতক্ষ্যদর্শী জানান, এখনো বোঝা যাচ্ছে না এই ৫ জন গুলিতে নিহত হয়েছে নাকি মানুষের ভিড়ে চাপা পরে মারা গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, কাবুল বিমানবন্দরের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিমানবন্দের ভিড় ছত্রভঙ্গ করতে আকাশে গুলি ছোঁড়ে।

এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানায়, এ সময় অনেককেই প্রাণভয়ে ছোটাছুটি করতে দেখা গেছে। তারা প্লেনের দিকে ছুটতে থাকে। সে সময় এয়ারলাইন্স ও ইমিগ্রেশন ডেস্কের কর্মীদের জন্য খুব কম লোককে দেখা গেছে।

কাবুল বিমানবন্দরে গোলাগুলির ইঙ্গিত পাওয়ার পরপরই মার্কিন দূতাবাসে নিরাপত্তা সতকর্তা জারি করা হয়। দূতাবাস থেকে আফগানিস্তানে থাকা মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

ন্যাটো সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গও বলেছেন, তালেবান জোট বিমানবন্দর খোলা রাখতে সাহায্য করছে যাতে মানুষজন সরে যেতে পারে।

এদিকে কাবুলের উপকণ্ঠে সংঘর্ষে ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছে। তালেবান যোদ্ধারা কাবুলে ঢুকে পড়ার পর এ ঘটনা ঘটে। এ অবস্থায় শহর ছেড়ে পালাচ্ছেন স্থানীয়রা।

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ প্রায় সব প্রদেশ দখল করে ফেলেছে তালেবানরা। এখন চলছে অন্তবর্তীকালের সরকার গঠন নিয়ে আলোচনা-পর্যালোচনা। এরইমধ্যে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ত্যাগ করেছেন।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  খানিকটা হ্রাস মূল্যস্ফীতি

সংবাদটি শেয়ার করুন