ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসসি’র তথ্যে আবারো গড়মিল

ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি এসিআই লিমিটেড দুদিন আগেই ভুল মূল্যসংবেদনশীল তথ্য প্রকাশ করেছিল। এ ঘটনার জেরে এক্সচেঞ্জটির এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল আবারো ডিএসইর ওয়েবসাইটে কোম্পানির মূল্যসংবেদনশীল তথ্য প্রকাশে গড়মিলের ঘটনা ঘটেছে।

বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) বুধবার চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল অনুসারে, আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৭ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৭১ পয়সা।

গতকাল ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুসারে ইউপিজিডিসিএলের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক এবং এর আগের হিসাব বছরের প্রথম প্রান্তিকের ইপিএস ছিল একই, ৩ টাকা ৩৭ পয়সা। পাশাপাশি ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের সমন্বিত এনওসিএফএস দেখানো হয়েছে ৩ টাকা ৯৯ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৭১ পয়সা।

প্রকৃতপক্ষে গত হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত এনওসিএফএস ছিল ২ টাকা ৯৮ পয়সা। এক্ষেত্রে ডিএসই যে ভুলটি করেছে সেটি হলো, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের সমন্বিত বেসিক ইপিএসের সঙ্গে এর আগের বছরের একই সময়ের রিস্টেটেড ইপিএসের তুলনা করা হয়েছে।

একইভাবে কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের এনওসিএফএসের সঙ্গে এর আগের বছরের একই সময়ের রিস্টেটেড এনওসিএফএসের তথ্য তুলনা করেছে ডিএসই।

এ বিষয়ে ডিএসইর কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান বলেন, গতকাল ওয়েবসাইটে ইউপিজিডিসিএলের মূল্যসংবেদনশীল তথ্য প্রকাশের কিছুক্ষণ পরই তথ্যগত গড়মিলের বিষয়টি আমাদের নজরে এসেছে। এর পর পরই আমরা কোম্পানিটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সংশোধন করেছি। মূলত এখানে তথ্যগত কোনো ভুল না থাকলেও এক প্রান্তিকের বেসিক ফিগারের সঙ্গে আরো প্রান্তিকের রিস্টেটেড ফিগারের তুলনা করার বিষয়টি ঠিক হয়নি। ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে দ্রুতই ডিজিটাল পদ্ধতিতে মডিউলের মাধ্যমে মূল্যসংবেদনশীল তথ্য প্রকাশের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান তিনি।

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন