শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে অক্সিজেন কনসেনট্রেটর দিচ্ছেন সুনীল শেঠি

ভারতে মহামারী নভেল করোনাভাইরাসে প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা কয়েক দিন ধরেই আগের দিনের সংখ্যাকে ছাড়িয়ে যাচ্ছে। ভয়াবহ আকার ধারণ করেছে রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি। মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ। হাসপাতালগুলোতে রোগীর উপচেপড়া ভিড়। অক্সিজেন সংকটে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে সহায়তার হাত বাড়াচ্ছেন বিভিন্ন অঙ্গনের তারকারা।

বলিউডভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবরে বলা হয়, এবার নিজের স্বেচ্ছাসেবী সংস্থা কেভিএন ফাউন্ডেশনের মাধ্যমে মুম্বাই ও বেঙ্গালুরুতে বিনামূল্যে অক্সিজেন কনসেনট্রেটর সহায়তা দিচ্ছেন বলিউড তারকা সুনীল শেঠি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন সুনীল।

কিছুদিন আগে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার খাদ্য, ওষুধ এবং অক্সিজেন কিনতে এক কোটি রুপি অনুদান করেন। গতকাল জানা গেছে, মুম্বাইয়ের শিবাজি পার্কে ২০ বেডের কোভিড নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তৈরি করতে বৃহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনকে (বিএমসি) এক কোটি রুপি আর্থিক সহায়তা দিয়েছেন বলিউড তারকা অজয় দেবগন।

গত বছর ভারতে যখন করোনা মহামারি বিরূপ প্রভাব ফেলেছিল, তখন ত্রাতার ভূমিকায় আবির্ভূত হন সুপারস্টার সালমান খান। এবারও ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়েছেন তিনি। কিছুদিন আগে করোনাযোদ্ধাদের খাদ্যসহায়তা দেন বলিউডের সাল্লু ভাই।

গত বছরের মতো এবারও করোনায় আক্রান্তদের সহায়তায় হাত প্রশস্ত করেছেন অভিনেতা সোনু সুদ। ভারতের এই সংকটময় পরিস্থিতিতে আরও তারকাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  ১০০ কোটি ক্লাবে অজয়ের তানহাজি

সংবাদটি শেয়ার করুন