ঢাকা | মঙ্গলবার
১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিলে করোনায় মৃত ৩ লাখের বেশি

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। সেই সঙ্গে দেশটিতে প্রথমবারের মতো একদিনে করোনায় মৃত্যু হয়েছে রেকর্ড তিন হাজারের বেশি।

করোনা পরিস্থিতির চরম অবনতিতে পুরোপুরি ভেঙে পড়েছে ব্রাজিলের স্বাস্থ্যব্যবস্থা। অধিকাংশ হাসপাতালেই ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি রয়েছেন। সেই সঙ্গে দেখা দিয়েছে আইসিইউর তীব্র সংকট। ফলে, চিকিৎসা পেতে বেগ হচ্ছে কোভিড রোগীদের।

এদিকে করোনার সর্বোচ্চ সংক্রমণ সত্ত্বেও লকডাউন জারি ও মাস্কের বিরোধিতা করায় তীব্র সমালোচনার শিকার ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো আবারো নিজের অবস্থানের সাফাই গেয়েছেন।

তার সরকার লকডাউনে বিশ্বাসী নয় বলেও বুধবার এক সংবাদ সম্মেলনে জানান বোলসোনারো।

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র এবং ভারতেও। দেশ দুটিতে এখনও প্রতিদিন আক্রান্ত হচ্ছেন গড়ে প্রায় ৬০ হাজার মানুষ।

বিশ্বব্যাপী করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। চলছে দ্বিতীয় ঢেউ। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। এরই মধ্যে বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৭ লাখ ৫৬ হাজার এবং আক্রান্ত ১২ কোটি ৫৪ লাখ। গত ২৪ ঘণ্টায় (একদিন) বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৪১০ জন এবং করোনা আক্রান্ত হয়েছেন আরও ৫ লাখ ৮৩ হাজার ৭৪৭ জন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন