ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের শীর্ষ ধনীদের কাতারে জুমের প্রতিষ্ঠাতা

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী ছড়িয়ে পড়ার পর গেল বছর ঘরবন্দী মানুষ ব্যাপকভাবে যে অ্যাপটির দিকে ঝুঁকেছিল তা হচ্ছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ‘জুম’। আর এতে গত বছরই জুমের প্রধান নির্বাহী এরিক ইউয়ানের নাম উঠে আসে বিশ্বের শীর্ষ ধনীদের কাতারে।

জুম ভিডিও কম্যুনিকেশন্স ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী এরিক ইউয়ান সম্প্রতি কোম্পানিটিতে তার শেয়ারের এক-তৃতীয়াংশের বেশি দান করেছেন। যা তাকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের ১৩০তম ধনী ব্যক্তি হিসেবে।

গত সপ্তাহে ইউয়ান তার কনফারেন্সিং-টেকনোলজি ব্যবসায়ের প্রায় ১৮ মিলিয়ন শেয়ার দান করে দেন। ব্লুমবার্গের প্রতিবেদন আনুসারে, শুক্রবারের ক্লোসিং প্রাইজ অনুযায়ী শেয়ারটির মূল্যমান ছিল প্রায় ৬ বিলিয়ন ডলার।

জুমের একজন মুখপাত্র জানিয়েছেন, এই শেয়ারের অর্থ ইউয়ানের এস্টেট পরিকল্পনা অনুসারেই বরাদ্দকৃত হবে।

করোনাভাইরাস পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সিং সেবার গুরুত্ব বেড়ে যাওয়ায় জুমের ব্যবসা বেড়ে যায় বহু গুণ। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং কর্মক্ষেত্রের সব জায়গায় জুমের চাহিদা আকাশছোঁয়া হওয়ায় ইউয়ানেরও সময় লাগেনি বিশ্বের সেরা ধনীদের ক্লাবে নাম লেখাতে।

গত বছর জুমের শেয়ার বৃদ্ধি পায় ৪০০ শতাংশ , তবে তা এ বছরের শুরুতে ৭.৮ শতাংশ হ্রাস পেয়েছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ারস সূচক অনুযায়ী, শেয়ার ট্রান্সফারের আগের হিসাবে ১৫.১ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তিনি ১৩০তম সেরা ধনীর তালিকায় আছেন। গত মার্চের পর থেকে ৯.২ বিলিয়ন ডলার আয় বেড়েছে তার।

চীনে জন্মগ্রহণ করা এই উদ্যোক্তা বর্তমানে সিলিকন ভ্যালীর বাসিন্দা। তবে একসময় মার্কিন ভিসা দিতে তাকে আটবার প্রত্যাখ্যান করা হয়েছিল। এক সময় জুমের প্রতিদ্বন্দ্বী ভিডিও কনফারেন্সিং গ্রুপ ওয়েব এক্সের একজন কর্মচারী ছিলেন তিনি। ২০১১ সালে জুম প্রতিষ্ঠা করেন তিনি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন