ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হজে যেতে করোনার টিকা লাগবে : সৌদি আরব

এবার হজে যেতে হলে আগে থেকেই করোনাভাইরাসের টিকা নিতে হবে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছে সৌদি সরকার। দেশে করোনা টিকা দেয়ার কার্যক্রম শুরু হওয়ায় হজ পালনে দেশটির অনুমতি পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে থাকবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এক্ষেত্রে নিবন্ধিতদের মধ্যে ৪০ বছরের কম বয়সীদেরও করোনা টিকা দেয়া নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে হজ এজেন্টদের সংগঠন হাব।

করোনাভাইরাসের কারণে গত বছর সৌদি আরবের বাইরের কেউ হজ করার অনুমতি পাননি। সৌদি স্বাস্থ্যমন্ত্রীর এক আদেশের বরাত দিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম জানায়, হজে যেতে হলে করোনা ভ্যাকসিন গ্রহণ হবে মূল শর্ত।

গত ফেব্রুয়ারি থেকে সরকার করোনা ভ্যাকসিন দেয়া শুরু করায় বাংলাদেশিরা এ বছর হজ পালনে সুবিধাজনক অবস্থান পাবে বলে মনে করছে ধর্ম মন্ত্রণালয়। করোনা পরিস্থিতিতে ২০২০ সালে হজে যেতে চূড়ান্তভাবে নিবন্ধন করেন ৬৭ হাজার। এর মধ্যে ৫ হাজার টাকা ফেরত নেন। তবে এবার কত জন হজ পালনের অনুমতি পাবেন সেটি নিশ্চিত নয়। সৌদি সরকার অনুমতি দিলে নিবন্ধিত ৬২ হাজার জন প্রথমে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব।

তিনি জানান, আমরা আশাবাদী সৌদি সরকার বাংলাদেশের হাজি নেবে। তবে কতজনকে নেবে এটা আমরা এখনো কনফার্ম না। কূটনৈতিকভাবে ও হজ মিশন থেকে চেষ্টা করা হচ্ছে। আমাদের কোটা হচ্ছে এক লাখ ৩৭ হজার। যদি এ সংখ্যা নিতে আমাদের অনুমতি দেয়। আমরা প্রস্তুত রয়েছি।

দুই ডোজ টিকা নিতে সময় লাগায় নিবন্ধিতদের পাশাপাশি প্রাক নিবন্ধিতদের একাংশকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার আহ্বান জানিয়েছেন হাব সভাপতি। এছাড়া হজে যেতে এ পর্যন্ত এক লাখ ৭৭ হাজার জন প্রাক নিবন্ধন করেছেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন