বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চম ধাপে ভাসানচর যাচ্ছে রোহিঙ্গাদের ৬ জাহাজ

পঞ্চম ধাপের প্রথম যাত্রায় দুই হাজার ২৬০ জন রোহিঙ্গা নিয়ে ভাসানচরের পথে রওনা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ছয়টি জাহাজ। আজ বুধবার সকাল ১০টার দিকে রওনা হয় জাহাজগুলো।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে সকাল ৭টা থেকে রোহিঙ্গারা জাহাজে ওঠা শুরু করেন।

আগের মতোই উখিয়া ডিগ্রি কলেজ মাঠ এলাকা থেকে গতকাল মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিট ও বিকেল সাড়ে ৩টায় দুভাগে ভাগ করে বাসগুলো চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

আজ বুধবার আরও হাজারাধিক রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন। আজ যারা ভাসানচরের পথে বের হবেন তারা গতকাল মঙ্গলবার সন্ধ্যা ও বুধবার সকাল-দুপুরে ট্রানজিট পয়েন্টে আসছেন। দুদিনের এই যাত্রার জন্য প্রায় অর্ধশতাধিক বাস, একাধিক কাভার্ডভ্যান ও প্রয়োজনীয় অন্য যানবাহন প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে চার দফায় নোয়াখালীর ভাসানচরে আবাসন নিশ্চিত করেন ৯ হাজার ৫৪০ জন রোহিঙ্গা।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  শঠতায় বাণিজ্যলক্ষ্মী

সংবাদটি শেয়ার করুন