ঘূর্ণিঝড় বুলবুল গত রবিবার ভোরে দেশের দক্ষিণ-পশ্চিম অংশে আঘাত হেনেছে । এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬ জেলার প্রায় ২ লাখ ৮৯ হাজার ৬ হেক্টর জমির ফসল। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমন ধান, শীতকালীন সবজি, খেসারি ও পানের। ৫০ হাজার ৫০৩ জন কৃষকের প্রায় ৭২ হাজার ২১২ টন ফসল ক্ষতি হয়েছে। যা টাকার অংকে মোট ক্ষতির পরিমাণ ২৬৩ কোটি ৪৯ লাখ টাকা।
কৃষি মন্ত্রণালয়ের গতকালের প্রতিবেদনের তথ্যমতে, আক্রান্ত এলাকায় দণ্ডায়মান ফসল ছিল ২০ লাখ ৮৩ হাজার ৮৬৮ হেক্টরে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লাখ ৮৯ হাজার ৬ হেক্টর। আংশিক ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ ২ লাখ ৮৪ হাজার ৭৭৪ হেক্টর। এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ২২ হাজার ৮৩৬ হেক্টর জমির ফসল। ১৭ ধরনের ফসলের মোট ক্ষতির পরিমাণ ৭২ হাজার ২১২ টন।
বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্ত শস্যের পরিমাণ কতটুকু এবং কৃষকের পাশে কীভাবে থাকবে—সে বিষয়ে জানাতে আজ সংবাদ সম্মেলন করবে কৃষি মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
আনন্দবাজার/এফআইবি