গত কয়েকদিন থেকে ঠাণ্ডা বাতাস ও ঘন কুয়াশা পড়ছে সর্বত্র। হবিগঞ্জের এবার একটু আগাম শীত নামতে শুরু করেছে। দিনে সূর্যের আলো থাকলেও সন্ধ্যার পর ঘন কুয়াশার চাদরে চার দিকে ঢেকে যাচ্ছে।
তাই, শহরের বিভিন্ন এলাকা ও প্রত্যন্ত পল্লীগুলোতে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। ইতোমধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে ব্যবসায়ীরা বিক্রির জন্য লেপ-তোষক মওজুদ করে রেখেছেন।
বিভিন্ন বাজারে সরজমিনে ঘুরে দেখা গেছে, শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার, পুরানবাজার, সুতাংবাজার ও আলীগঞ্জ বাজারে লেপ-তোষক তৈরির কারিগরদের ব্যস্ততা আগের তুলনায় অনেক বেড়েছে।
দোকানগুলোতে একটি তোষক বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১২শ’ টাকায়। আর উন্নতমানের একটি জাজিম বিক্রি হচ্ছে তিন হাজার থেকে চার হাজার টাকায়।
ক্রেতা বাবুল মিয়া বলেন, আর কয়েক দিন পর লেপ-তোষকের কারিগররা বেশি ব্যস্ত হয়ে পড়বেন। লেপ তৈরির জন্য তাই অগ্রিম টাকা দিতে দোকানে এসেছি। আগে থেকেই শীতের আগাম প্রস্তুতি নিচ্ছি, কারণ লেপ-তোষক তৈরির কাঁচামালের মূল্যও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আনন্দবাজার/ইউএসএস