চুক্তি অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কভিড-১৯ ভ্যাকসিন পাঠাবে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। এছাড়া সৌদি আরব ও মরক্কোয়ও ভ্যাকসিন পাঠানো হবে বলে জানিয়েছেন সেরামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনাওয়ালা।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি বলেছে, ভারতে স্থানীয়ভাবে উদ্ভাবিত ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে প্রয়োগ শুরুর ১৫ দিনের মধ্যেই রফতানি শুরু হবে।
ওই কর্মকর্তা বলেন, ভ্যাকসিন প্রয়োগের ১৫ দিনের মধ্যে আমরা আমাদের দক্ষিণ এশিয়ার কিছু প্রতিবেশী দেশে তা রফতানি করব। এগুলোর কিছু অংশ উপহার হিসেবে দেওয়া হবে। বাকিটা দেওয়া হবে ভারত সরকারের কেনা দামেই।
এদিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও কোভ্যাক্সিন রফতানিতে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপের খবর নাকচ করেছে ভারত। গতকাল নয়াদিল্লিতে ভারতের স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বলেন, কেন্দ্রীয় সরকার কোনো কভিড-১৯ ভ্যাকসিন রফতানি নিষিদ্ধ করেনি।
আনন্দবাজার/ডব্লিউ এস