রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে সর্বোচ্চ বাজার মূলধন ছিল ২০২০ সালে

দেশের শেয়ারবাজারের ইতিহাসে সর্বোচ্চ বাজার মূলধন ছিল সদ্য বিদায়ী বছর ২০২০ সালে। করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী শেয়ারবাজারের গতি মন্থর থাকলেও বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ছিল ঠিক ছন্দে।

২০২০ সালে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই’তে বিদেশি বিনিয়োগকারীরা ১০ হাজার ৩৮৭ কোটি ৬৫ লাখ টাকা লেনদেন করেছেন, যা মোট লেনদেনের ৭ দশমিক ৬৯ শতাংশ। ২০১৯ সালে যা ছিল ৭ হাজার ৮৪৫ কোটি ৪৫ লাখ টাকা। এদিকে গত বছরের চেয়ে এক লাখ ৮ হাজার কোটি টাকা বেড়ে এ বছর ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে রেকর্ড ৪ লাখ ৪৮ হাজার কোটি টাকা।

বিদায়ী বছরের শেয়ারবাজার বিশ্লেষণে দেখা যায়, ২০২০ সালে বাজার থেকে মোট ৮টি কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে ৯৮৫ কোটি ৮৭ লাখ টাকা মূলধন সংগ্রহ করেছে। করোনার কারণে ২০২০ সালে মোট ২০৮ দিন লেনদেন হয়। ৩৮ কার্যদিবস লেনদেন কম হলেও ২০২০ সালে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক লাখ ৩৪ হাজার ৯৮১ কোটি ২২ লাখ টাকা। ডিএসইর ইতিহাসে যা পঞ্চম সর্বোচ্চ লেনদেন। এই লেনদেনের পরিমাণ গতবছরের চেয়ে ২১ হাজার ১৫৯ কোটি ৩৩ লাখ টাকা বা ১৮ দশমিক ৫৯ শতাংশ বেশি।

ডিএসইর মূল্যসূচকগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক আগের বছরের চেয়ে ৯৪৯ দশমিক ১৩ পয়েন্ট বা ২১ দশমিক ৩১ শতাংশ বেড়ে ৫৪০২ দশমিক ০৭ পয়েন্ট হয়। ২০২০ সালে ডিএসইএক্স মূল্যসূচক সর্বোচ্চ ৫৪০২ দশমিক ০৭ পয়েন্টে এবং সর্বনিম্ন ৩৬০৩ দশমিক ৯৫ পয়েন্ট অবস্থান করে।

আরও পড়ুনঃ  সূচকের বড় উত্থানে চলছে লেনদেন

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন