রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘উইনিং ফর্মুলা’ মিলেছে অক্সফোর্ড ভ্যাকসিনের কার্যকারিতার

অক্সফোর্ড ভ্যাকসিনের কার্যকারিতার উন্নতি ঘটানোর উইনিং ফর্মুলা পাওয়া গেছে। ফর্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার প্রধান জানিয়েছেন, তাদের গবেষকরা এই ফর্মুলা পেয়েছেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্কাই নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, অক্সফোর্ডের ভ্যাকসিনটি ৯০ শতাংশ কার্যকর। অক্সফোর্ড ভ্যাকসিনের প্রতিদ্বন্দ্বি কোম্পানি ফাইজার ও মডার্নার ভ্যাকসিনের কার্যকারিতা যথাক্রমে ৯৫ ও ৯৪.৫ শতাংশ।

অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী কর্মকর্তা পাসকেল সোরিয়ট বলেন, দুই ডোজের পর অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতা প্রায় অন্যদের মতো হয়ে যাবে। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দাম অন্য ভ্যাকসিনগুলোর তুলনায় কম। এছাড়া সহজেই সংরক্ষণ করা যায়। একারণে অক্সফোর্ডের ভ্যাকসিনের জন্য অপেক্ষা রয়েছে অনেক দেশ।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  দরপতনে ১ম প্রান্তিকে নিলামে উঠেছে কনোড় চা

সংবাদটি শেয়ার করুন