মহামারী নভেল করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭ কোটি ৭৩ লাখ। এবং এ ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৭ লাখ।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্যানুযায়ী, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৭৩ লাখ ৩৫ হাজার ৪৪২ জনে। এবং মৃত্যু হয়েছে ১৭ লাখ ১ হাজার ৬৫৬ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ৩৬ লাখ ৬ হাজার ৪৭৪ জন।
বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮০ লাখ ২৯ হাজার ৫২৮ জন। এবং মৃতের সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৩৬৩ জন।
আক্রান্তের দিক থেকে তৃতীয় কিন্তু মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭২ লাখ ৬৩ হাজার ৬১৯ জন। এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৭ হাজার ২৯১ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় এবং মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৫ হাজার ৫৬০ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮১০ জনের।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হয় নভেল করোনাভাইরাসের। এরপর এখন পর্যন্ত ১৯১টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী এ ভাইরাস। এরই জেরে গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আনন্দবাজার/টি এস পি