ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পদত্যাগের ঘোষণা দিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। আগামী সপ্তাহেই অ্যাটর্নি জেনারেল পদ থেকে সরে দাঁড়েবেন উইলিয়াম বার। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইলেকটোরাল কলেজ ভোটে জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করার পরই উইলিয়াম বারের পদত্যাগের ঘোষণা এসেছে। বড়দিনের আগেই তিনি পদত্যাগ করবেন।

এদিকে সোমবার এক টুইটে ট্রাম্প বলেন, মাত্রই হোয়াইট হাউজে উইলিয়াম বারের সঙ্গে দুর্দান্ত বৈঠক হয়েছে। আমাদের সম্পর্ক খুবই ভালো। তিনি অসাধারণ কাজ করেন। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বড়দিনের আগেই তিনি তার পদ থেকে অব্যাহতি নিচ্ছেন।

এদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেফ রোজেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের স্থলাভিষিক্ত হবেন বলেজানিয়েছেন ট্রাম্প। আর নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নিবেন রিচার্ড ডোনোগ।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন