শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিলের সয়াবিন রফতানি বাড়তে পারে ১৮%

চলতি বছরে ব্রাজিলের সয়াবিন রফতানি বেড়ে ৫১ লাখ টনে উন্নীত হতে পারে, যা আগের মাসের তুলনায় ১৮ শতাংশ বেশি। মূলত এ সময় চীনের বাজারে কৃষিপণ্যটির চাহিদায় চাঙ্গা ভাবের জেরে রফতানি বেড়েছে, যা দেশটির সামগ্রিক সয়াবিন রফতানিতে প্রভাব ফেলেছে।

দেশটির বৈদেশিক বাণিজ্য সচিবালয়ের তথ্য অনুযায়ী, অক্টোবরের শেষ তিন সপ্তাহে ব্রাজিল থেকে মোট ৩২ লাখ টন সয়াবিন রফতানি হয়েছে। এতে এ সময় দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে পণ্যটির রফতানি দাঁড়িয়েছে দৈনিক ২ লাখ টনের উপরে।

এদিকে বছরের প্রথম নয় মাসে ব্রাজিল থেকে মোট ৬ কোটি ৭ লাখ ৫০ হাজার টন সয়াবিন রফতানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ কম। এর মধ্যে ৭৬ শতাংশ সয়াবিন রফতানি হয়েছে চীনের বাজারে। এরপর পণ্যটির শীর্ষ রফতানি গন্তব্য ছিল স্পেন, তুরস্ক, থাইল্যান্ড, ইরান ও নেদারল্যান্ডস।

উল্লেখ্য, ব্রাজিল বিশ্বের শীর্ষ সয়াবিন রফতানিকারক দেশ। আর চীন হচ্ছে কৃষিপণ্যটির শীর্ষ ভোক্তা দেশ। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সয়াবিনের বৈশ্বিক বাণিজ্যের ৬০ শতাংশই সংঘটিত হয়েছে এ দুটি দেশের মধ্যে।

এর আগে চীন সবচেয়ে বেশি সয়াবিন আমদানি করত যুক্তরাষ্ট্র থেকে। দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ শুরুর পর দেশটি কৃষিপণ্যটির আমদানিতে ব্রাজিলের প্রতি ঝুঁকতে শুরু করে।

 

 

আনন্দবাজার/ইউএসএস

আরও পড়ুনঃ  ভারতে গরিবের সংখ্যা কমেছে

সংবাদটি শেয়ার করুন