ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলের সাথে মরক্কোর সম্পর্ক স্থাপনে ইরানের নিন্দা

ইসরায়েলের সাথে মরক্কোর সম্পর্ক স্থাপনে ইরানের নিন্দা

ইরান বলেছে, মরক্কো ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়ে ফিলিস্তিনি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। গতকাল শুক্রবার এক টুইটার বার্তায় ইরানের পার্লামেন্ট স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এ মন্তব্য করেন।

টুইটে আমির আব্দুল্লাহিয়ান লিখেছেন, অবৈধ ও কুদস দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের ঘোষণা দিয়ে মরক্কো ফিলিস্তিনি জাতির পিঠে ছুরিকাঘাত করেছে।

তিনি বলেন, আরব বিশ্বের কিছু শাসক হয়তো মুহাম্মাদি (সা.) ইসলাম থেকে দূরে সরে গেছে। তবে এরপরও তাদের কিছুটা হলেও ‘আরব জাতীয়তাবাদী চেতনা’ ও ‘আরব আত্মসম্মানবোধ’ থাকা উচিত ছিল।

আরব দেশগুলোর একের পর এক বিশ্বাসঘাতকতা সত্ত্বেও ইসরাইলের পতন অবশ্যম্ভাবী এবং ভবিষ্যত মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের কোনো স্থান থাকবে না, যোগ করেন তিনি।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃতি দিয়েছে। একই পথে পা বাড়িয়েছে সুদানও। তবে এ সংক্রান্ত কোনো চুক্তি এখনো সই হয়নি। এবার এসব বিশ্বাসঘাতক মুসলিম দেশের সাথে যুক্ত হলো মরক্কোর নাম।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন