ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে উৎপাদন বন্ধ করল হোন্ডা

যুক্তরাজ্যে-উৎপাদন-বন্ধ-করল-হোন্ডা

জাপানি গাড়িনির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা উৎপাদন স্থগিত করেছে যুক্তরাজ্যের কারখানায়। গাড়ি উৎপাদনের যন্ত্রাংশ পৌঁছাতে বিলম্বের কারণে গতকাল বুধবার সাময়িকভাবে কাজ বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। তবে খুব দ্রুতই তা আবার শুরু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তপক্ষ।

জানা গেছে, যুক্তরাজ্যের সুইন্ডনে হোন্ডার কারখানাটিতে সাধারণত সিভিক মডেলের গাড়ি তৈরি করা হয়। কর্মক্ষমতা বাড়ানো এবং মজুতের ঝামেলা এড়াতে যন্ত্রাংশ আসার পর ‘জাস্ট ইন টাইম’ ভিত্তিতে কাজ করা হয় সেখানে। অর্থাৎ, কারখানাটিতে যন্ত্রাংশগুলো তখনই পৌঁছাবে, যখন সেগুলোর প্রয়োজন পড়বে।

স্বাভাবিকভাবেই এ পদ্ধতি পণ্য সরবরাহে বিলম্ব হলে উৎপাদন স্থগিত থাকার ঝুঁকি রয়েছে। এবার সেটিই ঘটছে কারখানাটিতে। গত বছর যুক্তরাজ্যে এক লাখের বেশি গাড়ি তৈরি করেছিল হোন্ডা। তবে ২০২১ সালেই কারখানাটি চিরতরে বন্ধ হওয়ার কথা রয়েছে।

এক বিবৃতিতে হোন্ডা কর্তৃপক্ষ জানায়, তারা ইতোমধ্যেই যুক্তরাজ্যের সকল কর্মীকে জানিয়ে দিয়েছে, যন্ত্রাংশ পরিবহনে বিলম্বের কারণে গতকাল বুধবার কারখানাটিতে কোনও কাজ হবে না। তবে যত শিগগিরই উৎপাদন আবার শুরুর চেষ্টা চলছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আগামী ৩১ ডিসেম্বর ব্রেক্সিট ট্রানজিশন পর্ব শেষ হওয়ার আগেই মালামাল মজুত করতে উঠেপড়ে লেগেছেন যুক্তরাজ্যের ব্যবসায়ীরা। এর কারণে দেশটির বন্দরগুলোতে গেল কয়েক সপ্তাহে পণ্যের ভিড় তৈরি হয়েছে বলে জানা গেছে। ফলে ক্রেতারা সময় মতো বড়দিনের পণ্য পাবেন কি না, তা নিয়ে দেখা দিয়েছে ব্যাপক সংশয়।

ইতোমধ্যে এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপসের কাছে চিঠি দিয়েছে দেশটির শীর্ষ বাণিজ্যিক সংগঠনগুলো। চিঠিতে বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং ও সড়ক মাসুল নমনীয় ও সহজীকরণের পদক্ষেপ নিতে ব্রিটিশ সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন