ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুটবলে চালু হলো মাতৃত্বকালীন ছুটি

ফুটবলে চালু হলো মাতৃত্বকালীন ছুটি

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা নারী ফুটবলারদের জন্য ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটির অনুমোদন দিয়েছে। শুক্রবার নতুন এই আইন অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে ফিফার পরিচালনা পর্ষদ।

ফিফা সূত্রে জানা গেছে, এই আইনে ১৪ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি পাবেন নারী ফুটবলাররা। এর মধ্যে সন্তান জন্মের পর বাধ্যতামূলক কমপক্ষে ৮ সপ্তাহ ছুটি দিতে হবে। মাতৃত্বকালীন ছুটি শেষে ক্লাবগুলোকে তাদের নারী ফুটবলারদের পুনরায় ফুটবলে সম্পৃক্ত করতে বাধ্য থাকবে। এমনকি ছুটি শেষেও চিকিৎসা সরবরাহ করতে হবে ক্লাবকে।

এ ব্যাপারে এক টুইটার বার্তায় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ফুটবলের প্রধান নায়ক হলো খেলোয়াড়েরা, তারাই খেলার মূল আকর্ষণ। নারী ফুটবলারদের উজ্জ্বল ক্যারিয়ারের জন্য আমাদের স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাদের মাতৃত্বকালীন ছুটির প্রয়োজনের ব্যাপারে আমরা এই পদক্ষেপ নিয়েছে। তাদের যেন এই সময়ে কোনো ধরনের দুশ্চিন্তায় পড়তে না হয় সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, খেলোয়াড়দের পাশাপাশি নতুন আইনে কোচদের জন্যও বৃহত্তর সুবিধার সুযোগ থাকবে।

ফিফা সভাপতি জানান, ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন বাধ্যতামূলক ছুটির আইনে খেলোয়াড়দের তাদের চুক্তির দুই-তৃতীয়াংশ অর্থের নিশ্চয়তা থাকবে। এছাড়া মাতৃত্বকালীন নারী ফুটবলারদের সাথে ক্লাবগুলোর সংশ্লিষ্টতা বাড়াতে ফিফা আরও কঠোর হবে।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন