প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের টিকা নিতে মার্কিনিদের বাধ্য করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। করোনার টিকা বাধ্যতামূলকভাবে গ্রহণকে জরুরি মনে করছেন না তিনি। নিজের অঙ্গরাজ্য ডেলাওয়ারের উইলমিংটনে এক বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
বাইডেন বলেন, মানুষ যাতে সঠিকটাই করে, তাদের সেদিকে উৎসাহিত করতে একজন প্রেসিডেন্ট হিসেবে আমি সবকিছুই করব।
পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে, ৬০ শতাংশ মার্কিন নাগরিক করোনার টিকা নিতে প্রস্তুত, সেপ্টেম্বরে যেটি ছিল ৫১ শতাংশ।
এদিকে গত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বাইডেন জানিয়েছেন, করোনার টিকার সুরক্ষা নিয়ে উদ্বেগ নিরসনে তিনি প্রকাশ্যে টিকে গ্রহণ করবেন।
আনন্দবাজার/টি এস পি