ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফরমালিনমুক্ত তাজা মাছের দাম কমছে

পরিবর্তন হচ্ছে ঋতু। আর এ পরিবর্তনের সাথে সাথে জেলেদের জালে ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছ। তাই পাইকারি বাজারে মাছের সরবরাহও এখন বাড়তি। এছাড়া দামও আগের তুলনায় কমেছে। বাজারের প্রতিটি আড়তে নদী ও হাওর অঞ্চলের ফরমালিনমুক্ত তাজা মাছে ভরপুর। 

প্রতিদিন ভোর থেকে নারায়ণগঞ্জ নদীবন্দর সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে ৩ নম্বর ঘাট এলাকার পাইকারি মাছ বাজারে শুরু হয় আড়তদারদের হাঁকডাক ও বেচাকেনা। রুই, কাতলা, ইলিশ, বোয়াল, ব্রিগেট, পাঙ্গাস, আইড়, কোরাল ও রিটাসহ নদীর ছোট বড় সব ধরনের তাজা মাছ পাওয়া যাচ্ছে এ বাজারে।

পাশাপাশি হাওর অঞ্চলের নানা প্রজাতির দেশি ও সমুদ্রের মাছও মিলছে এখানে। মূলত এ বাজার থেকেই মাছ সরবরাহ হয় নগরীর অন্যান্য বাজারগুলোতে। প্রতিদিন অন্তত দেড় কোটি টাকার মাছ বেচাকেনা হয় এ বাজারে।

ফরমালিনমুক্ত মাছ এ বাজারের মূল আকর্ষণ দামও ক্রয়সীমার মধ্যে। যে কারণে সব শ্রেণি পেশার মানুষ এ বাজারে মাছ কিনতে আসেন। পুরুষদের পাশাপাশি মাছ কিনতে আসেন অনেক নারীরাও।

এরই মধ্যে বাজার নিয়ন্ত্রণে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী নিয়মিত পর্যবেক্ষণ করার কথা জানান জেলা মৎস কর্মকর্তা তানমী শাহরীন।

সূত্র : সময়

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন