ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নকল পণ্যের জিঞ্জিরা এখন শিল্পনগরী

বাংলাদেশ স্বাধীন হবার পরে একটি জাতীয় দৈনিকে “নকলের রাজ্যে কিছুক্ষণ” শিরোনামে ধারাবাহিক প্রতিবেদনে জিঞ্জিরার কারিগরদের দ্বারা নকল পণ্য তৈরির অভিযোগ প্রথম উঠে। নামিদামি দেশি ও বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সাবান, কসমেটিক্স সামগ্রী ইত্যাদি নকল করে সেসব ব্র্যান্ডের নামেই চালিয়ে দেবার অভিযোগ ওঠে কারিগরদের উপর। এই অভিযোগ এতোটাই ছড়িয়ে পড়ে যে, মেড ইন জিঞ্জিরা বলতেই সাধারণ মানুষ বুঝে নেন এটা তৃতীয় শ্রেণীর পণ্য কিংবা সম্পূর্ণ নকল। এছাড়াও সাধারনের মাঝে জিঞ্জিরার নকল সম্ভারকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে জিঞ্জিরা সংস্কৃতি নামক বদনাম।

এখন বদলে গেছে সে মেইড ইন জিঞ্জিরার মানে। এক সময় তাচ্ছিল্য করা হলেও আজ সেখানে শিল্পনগরী। ছোট-বড় মেরামত থেকে আস্ত জাহাজ তৈরিসহ সবই হচ্ছে বুড়িগঙ্গার ওই পাড়ে। আবার এসব জাহাজের পঁচিশ শতাংশ যন্ত্রাংশই যোগান দিচ্ছে পাশেই গড়ে ওঠা মাঝাারি শিল্প।

তবে সরকারের পৃষ্ঠপোষকতার অভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না তারা। যদিও শিল্প মন্ত্রণালয় বলছে এসব শিল্পকে এক করে নিতে কাজ করছেন তারা।

এক সময় নকল পণ্য সমর্থক হিসেবে ব্যবহার হতো মেইড ইন জিঞ্জিরা। কালের বিবর্তনে এখানে একে একে ক্ষুদ্র, মাঝারি থেকে গড়ে উঠেছে জাহাজ নির্মাণের মত ভারী শিল্প। তাই এখানে যে শিল্প সাম্রাজ্য গড়ে উঠেছে, তাই সহজেই গর্ব করে বলার সময় এসেছে, সময়টা এখন মেইড ইন জিঞ্জিরার।

নদীর পাশে সারাদিনই কানে বাজে এমন টুকটাক শব্দ। দিনে দিনে বুড়িগঙ্গার পাড় ঘেঁষে প্রায় দেড়শ এমন ডক ইয়ার্ড গড়ে উঠেছে। একটা সময় ছোটখাটো মেরামতের কাজ করলেও এখন যাত্রীবাহী আর পণ্যবাহী জাহাজের সকল মেরামত হয় এই এলাকায়। মেরামতের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ইস্পাতের পাত আসে চট্টগ্রাম থেকে। এখানে হাতুড়ির বাটালি আর ওয়েলডিং এর মাধ্যমে সনাতনী কায়দায় কাজ চলে।

শুধু কি মেরামত, আস্ত জাহাজও তৈরি করে ফেলছেন এখানকার শ্রমিকরা। এ বিষয়ে এক শ্রমিক বলেন, আমরা সহজেই দেখে দেখে একটি জাহাজ তৈরি করতে পারি।

আবার পাশেই এই জাহাজ নির্মাণকে ঘিরে গড়ে উঠেছে মাঝারি শিল্প। এখানেও সনাতনী ম্যাজিক। হাতেহাতেই তৈরি হচ্ছে জাহাজের অনেক যন্ত্র ও যন্ত্রাংশ। পেশাদার দক্ষ হাতে তৈরি হচ্ছে ছোট-বড় জাহাজের পাখা। এক শ্রমিক বলেন, যেকোন ধরণের পাখা হুবহু তৈরি করতে পারবো। কোন এদিক সেদিক হবে না।

শিল্প মন্ত্রণালয় বলছে, এইসব শিল্পকে একটি কাঠামোয় নিতে কাজ চলছে। এছাড়া শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, মুন্সিগঞ্জ, সাভারের শিল্পনগরী গড়ে তুলতে আমাদের কাজ চলছে এবং সেখানে সবার জন্যই জমি বরাদ্দ দেওয়া হবে।

সূত্র : সময়

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন