শ্রী দীব কুমার রায়। জন্ম ১৯৬৭ সালে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার মুরদিয়া গ্রামে। খুব ছোট বেলা থেকেই বাবার সাথে কৃষি কাজ করতেন। কৃষি কাজই যেনো তার মূল জীবিকার উৎস। কাজ করেন দিন মজুর হিসেবে অন্যের বাড়িতে । অন্যের বাড়িতে কাজের পাশাপাশি নিজের ৪ বিঘা জমিতেও চাষাবাদ করেন। এ বছর প্রদীব রায় তার সবটুকু আবাদি জমিতে রোপা আমন ধান চাষ করেছেন। ধানের বাম্পার ফলন হওয়ায় খুশী দিনমজুর প্রদীব রায়।
রায়গঞ্জ উপজেলায় চলতি মৌসুমে ধানের মোট আবাদের লক্ষ্য মাত্রা ছিলো ১৯১১০ হেক্টর এবং উৎপাদন লক্ষ্য মাত্রা ছিলো ৫৫৮৭০ হেক্টর চাউল।
উপজেলার কিছু কিছু গ্রামে অতিবৃষ্টি ও বন্যার কারণে ফলন তেমন আশা অনুরুপ না হলেও অনেক কৃষকের আবার বাম্পার ফলন হয়েছে।
ধানের বাম্পার ফলন হওয়ায় উপজেলার মুরদিয়া গ্রামের কৃষক প্রদীব রায় জানান, অন্যের বাড়িতে কাজ করে খাই, নিজের চার বিঘা আবাদি জমিতে এবার রোপা আমন ধান চাষ করেছি আশা অনুরুপ ফলন ও পেয়েছি তবে ধানের ন্যায্য মূল্য পেলে আমরা আমাদের পরিবারের চাহিদা মেটাতে পারবো।
ধানের ন্যায্য মূল্য নিয়ে রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান,এবছর উপজেলায় বিভিন্ন এলাকায় অতিবৃষ্টির কারণে ফলন ভালো না হলেও কিছু এলাকায় আবার ধানের বাম্পার ফলন হয়েছে। সরকার নির্ধারিত মূল্য এ বছর ধান ক্রয় করা হবে বলে জানান তিনি।
আনন্দবাজার/শাহী/আবির