শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে দর বাড়ার শীর্ষে ড্রাগন সোয়েটার

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দর বাড়ার (টপটেন গেইনার) শীর্ষে উঠে এসেছে ড্রগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ কোম্পানিটি সর্বশেষ ১২ টাকা ১০ পয়সা দরে লেনদেন করেছে। কোম্পানিটি ৯৪৯ বারে ২৯ লাখ ৩৫ হাজার ৫৪২টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৩ কোটি ৪১ লাখ টাকা।

দর বাড়ার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৫০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন করেছে। কোম্পানিটি এক হাজার ৪০৫ বারে ১৭ লাখ ১৫ হাজার ১৭১টি শেয়ার লেনদেন করে। যার আর্থিক মূল্য ৮ কোটি ৪২ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে নিটল ইন্স্যুরেন্স লিমিটেড। বুধবার কোম্পানিটির দর ৬ টাকা ৩০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন করেছে।

দর বাড়ার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো : প্রাইম ইনন্স্যুরেন্স, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং ও ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

আরও পড়ুনঃ  এনভয়ের দুইশ কোটি টাকার বন্ড অনুমোদন

সংবাদটি শেয়ার করুন