ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পূর্বমাইজপাড়া সরকারি খালে অবৈধ বাঁধ

মাদারীপুর জেলা, কালকিনি উপজেলার কাজীবাকাই ইউনিয়ানের ১ ও ২নং ওয়ার্ডের পূর্ব মাইজপাড়ায় স্থানীয় প্রভাব এর ভিত্তিতে সরকারি খালে অবৈধ বাঁধ নির্মান করে জোড় দখল পূর্বক মাছের ব্যাবসা করে আসছে কিছু স্থানীয় কুচক্রিক মহল।

স্থানীয় সূত্রে কৃষকরা জানায়, প্রায় আট-নয় বছর ধরেই জোড় পূর্বক সামাদ হাওলাদার, ওহিদুল মেম্বার ও তার সহযোগীরা এই সরকারি খাল বাঁধ দিয়ে মাছে ব্যাবসা করে আসছে। এই নিয়ে এলাকা ভিত্তিক মাঝে মধ্যেই হৈ চৈই হয়। ২০১৯মাননীয় প্রধানমন্ত্রীর খাল উদ্ধার অভিযানকে কেন্দ্র করে, যখন সারাদেশ ব্যাপি খাল উদ্ধার অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়, তখন এই অভিযান এখানে চালাতে এসে বাধার সম্মুখীন হয় খাল উদ্ধার অভিযান চালানো কর্মকর্তারা।

স্থানীয় পর্যায় অনেক ঝামেলা সৃষ্টি করে অবৈধ ভাবে খাল দখলকারীরা। পরবর্তীতে প্রসাশনের কঠোর হস্তক্ষেপে অভিযান সম্পূর্ন হয়। কিন্তু অভিযান চালানোর মাস খানিক পর পূণরায় বাঁধ নির্মান করে, সরকারি খাল অবৈধভাবে দখলে নিয়ে নেয়। অবৈধ বাঁধ নির্মানের কারনে শত শত একর ফসলি জমি হুমকির মুখে পরে যায়, ইরি মৌসুমে কৃষকেরা জমিতে পানি সল্পতার কারণে সেচ পাচ্ছে না যার ফলে ফসলকার্য ব্যাহত হচ্ছে দিনকে দিন। মাটিতে পানি না পাওয়ার কারনে ফসলি মাটি শুকিয়ে যাচ্ছে।

বাধ্য হয়ে পার্শবর্তি এলাকার ইটেরভাটা মালিকের কাছে মাটি বিক্রি দিয়ে দিচ্ছে কৃষকেরা। সেই ইটের-ভাটা মালিকও সরকারি খালে বাঁধ দিয়ে ফসলি জমির মাটি নেয়া আনার কাজ চালাচ্ছে। আমরা আশা করবো যে, এলাকার কৃষকদের সমস্যাটি স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবেন।

আনন্দবাজার/শাহী/মুমতাজুল

সংবাদটি শেয়ার করুন