ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের ঊর্ধ্বমুখিতায় চলছে লেনদেন

সূচকের ঊর্ধ্বমুখিতায় চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আজকের লেনদেন। বুধবার (২৫ নভেম্বর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেন শুরুর পর ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে ৪৮৫৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১১১৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১৬৭৯ পয়েন্টে অবস্থান করছে।

এসময়ের মধ্যে ১৫৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে ১৬৮টির দাম বেড়েছে, ৫৩টির কমেছে এবং ৮৮টি কম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

অপরদিকে লেনদেন শুরুর পর বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৯২ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতিতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

এসময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে ৪৫টির দাম বেড়েছে, ১৮টির কমেছে এবং ৩০টি কম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন