চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ব্যবহারিক ধাতুর বাজারে বাড়তির পথে রয়েছে তামার দাম। এরই জের ধরে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম বেড়ে ৭ হাজার ১০০ ডলারের মাইলফলক ছাড়িয়ে গেছে।
মূলত বাড়তি চাহিদার বিপরীতে সরবরাহ সীমিত থাকায় ব্যবহারিক ধাতুটির দাম বাড়তির পথে রয়েছে বলে জানান খাতসংশ্লিষ্টরা।
এলএমইতে সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৭ হাজার ১১৩ ডলারে বিক্রি হয়েছে। দিনের মধ্যভাগে ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি ৭ হাজার ১৯৩ ডলারে উঠেছিল।
এর একদিন আগে এলএমইতে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৬ হাজার ৯২৬ ডলারে বিক্রি হয়েছে। সে হিসাবে একদিনেই তামার দাম বেড়েছে টনপ্রতি ১৮৭ ডলার।
চলতি মাসের প্রথম কার্যদিবসে এলএমইতে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৬ হাজার ৭১২ ডলারে বিক্রি হয়েছে। মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় ৯ নভেম্বর প্রথমবারের মতো ব্যবহারিক ধাতুটির দাম ৭ হাজার ডলার ছাড়িয়ে যায়।
ওইদিন ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা বিক্রি হয় ৭ হাজার ৩৪ ডলারে। তবে এর পর ফের ব্যবহারিক ধাতুটির টন ৭ হাজার ডলারের নিচে নেমে আসে।
১০ নভেম্বর ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৬ হাজার ৮৬৫ ডলার ৫০ সেন্টে বিক্রি হয়। পরদিন ব্যবহারিক ধাতুটির দাম ওঠে টনপ্রতি ৬ হাজার ৯১২ ডলার ৫০ সেন্টে।
১২ নভেম্বর এলএমইতে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৬ হাজার ৯০৪ ডলারে বিক্রি হয়। চারদিনের ব্যবধানে ফের ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি ৭ হাজার ডলার ছাড়াল।
সূত্র: বণিক বার্তা
আনন্দবাজার/ইউএসএস