ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়তির পথে রুশ গমের রফতানিমূল্য

রাশিয়া বিশ্বে গম রফতানিকারকদের বৈশ্বিক তালিকায় শীর্ষে। দীর্ঘদিন ধরেই রাশিয়ার বাজারে গমের রফতানিমূল্য বাড়তির পথে ছিল। মাঝে এক সপ্তাহে কমে এলেও দেশটির বাজারে ফের বাড়তে শুরু করেছে রফতানিযোগ্য গমের দাম।

সর্বশেষ সপ্তাহে রুশ গমের রফতানিমূল্য আগের সপ্তাহের তুলনায় টনপ্রতি ২ ডলার বেড়েছে বলে জানিয়েছে কৃষিপণ্যবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান আইকেএআর।

মূলত শিকাগো ও প্যারিসের বাজারে দাম বাড়তির দিকে থাকায় রাশিয়াতেও গমের রফতানিমূল্য চাঙ্গা হয়ে উঠেছে।

মস্কোভিত্তিক প্রতিষ্ঠানটি আইকেএআরের প্রধান দিমিত্রি রায়লকো জানান, সর্বশেষ সপ্তাহে রাশিয়ার বাজারে ফ্রি অন বোর্ড (এফওবি) চুক্তিতে রফতানিযোগ্য সাড়ে ১২ শতাংশ প্রোটিনসমৃদ্ধ প্রতি টন গমের রফতানিমূল্য দাঁড়িয়েছে ২৫৩ ডলারে। আগের সপ্তাহেও একই মানের প্রতি টন গম ২৫১ ডলারে বিক্রি হয়েছিল।

সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে রাশিয়ায় গমের রফতানিমূল্য টনে ২ ডলার বেড়েছে। এর মধ্য দিয়ে এক সপ্তাহ পর ফের চাঙ্গা হয়ে উঠল রুশ গমের রফতানিমূল্য।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর রাশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সর্বমোট ৩ কোটি ৬০ লাখ টন গম রফতানি হতে পারে।

আগের বছরের তুলনায় ২০২০ সালে দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি বাড়তে পারে ৭ দশমিক ৪৬ শতাংশ।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন