শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কমতির দিকে সবজির দাম

মহামারি করোনা ভাইরাস উপেক্ষা করে জমে উঠেছে সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়ৎ। জেলার বিভিন্ন উপজেলা থেকে উৎপাদিত টাটকা সবজি নিয়ে আসেন কৃষকেরা। ন্যায্য দাম পাওয়ায় সবজি আবাদ লাভজনক বলে মনে করছেন তারা। 

বাজারটি ঘুরে দেখা যায়, চলতি সপ্তাহের চেয়ে পাইকারি এই বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে সবজির দাম কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে দাবি আড়ৎদারদের।

বাজারটিতে ফুলকপি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা, মূলা ৩০-৩৫ টাকা, লাউ ২৫-৩০ টাকা, শিম ৪০ টাকা, করলা ৬০ টাকা, পেঁপে ২২-২৫ টাকা বেগুন ২৫ থেকে ৩৫ টাকা করে। যা গত সপ্তাহ তুলনায় ৫ থেকে ১০ টাকা কম।

বাজারে সবজি বিক্রি করতে আসা কৃষকেরা জানান, এই বাজারে যত সবজি দেখছেন সবই আমাদের ক্ষেতের। আমরাই এর আবাদ করছি।

আনন্দবাজার/ইউএসএস

আরও পড়ুনঃ  পাইকারী বাজারে ভোগ্যপণ্যের দাম বেড়েছে

সংবাদটি শেয়ার করুন