নাগোরনো-কারাবাখের সংঘাতে আজারবাইজানের কাছে আর্মেনিয়া পরাজয় মেনে নেওয়ায় দেশটিতে শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ।বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরাব ম্যানতাকসিকেনিয়া।
গতকাল সোমবার সামাজিক যোগাযগ মাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত সপ্তাহে যুদ্ধবিরতির কারণে আর্মেনিয়ায় হাজার বিক্ষোভকারী দেশটির প্রধানমন্ত্রী সহ সকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে।
অন্যদিকে যুদ্ধ বন্ধে আর্মেনিয়াকে বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত তা কার্যকর না হওয়ায় আরও ১০ দিনের সময় দেওয়া হয়েছে।
আনন্দবাজার/টি এস পি