কারও কাছে প্রিয় পুলুদা, কারও কাছে সৌমিত্রবাবু, কারও কাছে আবার শুধুই সৌমিত্র। যে প্রতিভাবান মানুষদের জন্য বিশ্বের দরবারে বাংলা প্রতিনিধিত্ব পেয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায় তাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন।
একরাশ বিষন্নতা রেখে রবিবার (১৫ নভেম্বর) না ফেরার দেশে পাড়ি জমালেন ফেলুদা। করোনাকে হার মানালেও শেষরক্ষা হলো না। জীবনের ৮৫টি বসন্ত পেরিয়ে হার মানতে বাধ্য হলেন তিনি।
৮৫ বছর বয়সী বর্ষীয়ান এই তারকার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ।
একইদিন সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের গার্ড অব অনারের পর /কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষকৃত্য। কিংবদন্তির শেষ যাত্রার কিছু মুহূর্ত..
আনন্দবাজার/ইউএসএস