অনেক কষ্ট করেও পদ্মা আর যমুনায় মিলছে না প্রত্যাশিত ইলিশ। আর এতে হতাশ চাঁদপুর ও রাজবাড়ীর জেলে ও ব্যবসায়ীরা।চাঁদপুরের বড় স্টেশন মাছ ঘাটে ইলিশ আসছে কম। যেখানে অন্য সময় দশ হাজার মন ইলিশ পাওয়া যেত সেখানে এখন পাওয়া যাচ্ছে মাত্র ৬০ থেকে ৭০ মন।
ব্যবসায়ীরা বলছেন, মৌসুম শেষ হওয়ায় বাজারের ইলিশ কম পাওয়া যাচ্ছে। এদিকে, রাজবাড়ীর গোয়ালন্দ পদ্মা ও যমুনার মিলনস্থলেও মিলছে না ইলিশ। নদীতে মাছ শিকারে গিয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে জেলেদের।
আড়তগুলোতে ইলিশ কম আসায় চড়া দামে বিক্রি হচ্ছে সুস্বাদু এ মাছ। চর ও পানির স্বল্পতার কারণে নদীতে জেলেরা ইলিশ পাচ্ছেন না বলে জানান মৎস্য কর্মকর্তারা।
আনন্দবাজার/শহক