ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেসরকারি পর্যায়ে যব আমদানির উদ্যোগ সৌদির

যবের সবচেয়ে বড় আমদানিকারক দেশ সৌদি আরব। দীর্ঘদিন সরকারি প্রতিষ্ঠানের আওতায় আন্তর্জাতিক বাজার থেকে যব আমদানি করে আসছে দেশটি। এবার সেই পথ থেকে সরে এসে বেসরকারি পর্যায়ে কৃষিপণ্যটির আমদানি শুরুর উদ্যোগ নিয়েছে সৌদি সরকার।

এর মধ্য দিয়ে সৌদি আরবের যব আমদানি আরও গতিশীল হয়ে উঠবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

দেশটির সরকারি বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সৌদি অ্যারাবিয়া গ্রেইনস অর্গানাইজেশন এখন থেকে যব আমদানি কমিয়ে আনবে। এর বিপরীতে দেশটির বেসরকারি আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে সুযোগ দেয়া হবে।

এসব প্রতিষ্ঠান যথাযথ নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক বাজার থেকে যব আমদানি ও তা বিক্রি করতে পারবে।

২০২০-২১ মৌসুমে সৌদি আরবে সর্বমোট ৭৩ লাখ টন যব আমদানির সম্ভাবনা রয়েছে। দেশটির সরকারি প্রাক্কলনে বলা হয়েছে, যা তিন মৌসুমের মধ্যে সর্বোচ্চ। আমদানি করা এসব যবের সিংহভাগই বেসরকারি উদ্যোগে আনা হবে।

মূলত সৌদি আরবের আমদানি-রফতানি কার্যক্রমে বেসরকারীকরণের উদ্যোগ বাস্তবায়নের পথে এটিকে অন্যতম কার্যকর কৌশল বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন