ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার ক্রিকেটেও পদার্পণ করছে শেখ রাসেল

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জনপ্রিয় ফুটবল ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড পদার্পণ করছে ক্রিকেটেও। জানা গেছে, গতকাল শনিবার বসুন্ধরা আবাসিক এলাকায় ক্লাবটির একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সায়েম সোবহান।

সেখানে তিনি ঘোষণা দেন, ক্রিকেটেও শেখ রাসেল একটি শক্তিশালী দল গঠন করবে। সামনে ক্লাবের নির্বাচন হবে। তাই শক্তিশালী নির্বাচন কমিশনও গঠন করা হবে। আর এই কমিশনই নির্বাচনের তারিখ ঘোষণা করবে।

সেই সাথে ক্লাবটির চেয়ারম্যান আভাস দেন, আগামী ৪৫ দিনের মধ্যেই নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে, ততদিন পর্যন্ত বর্তমান কমিটিই দায়িত্ব পালনে থাকবে।

সায়েম সোবহান জানান, ফুটবল ও ক্রিকেট দেশের জনপ্রিয় খেলা। সফলতা পেতে দলীয়ভাবে যেমন শক্তিশালী দল গঠন করা হবে তেমনি এসকল খেলা উন্নয়নের জন্য শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড কাজ করে যাবে। নির্বাচনের পরই ক্রিকেটে দল গঠনের প্রক্রিয়া শুরু হবে।

এছাড়া তিনি উপস্থিত পরিচালক ও সদস্যদের উদ্দেশে জানান, ফুটবল এবং ক্রিকেটে আমরা শক্ত অবস্থানে থাকতে চাই। কী করলে ভালো হয় তা আপনারা আমাকে জানাবেন। সফলতার জন্য একতা খুবই দরকার। যতদিন চেয়ারম্যানের দায়িত্বে থাকব তা অটল রাখব। সংগঠনে মতবিরোধ থাকবেই। কিন্তু শেখ রাসেলের ব্যাপারে আমরা এক এবং অভিন্ন।

মনে রাখবেন, খেলাধুলার উন্নয়নে শুধু ফেডারেশন নয়, ক্লাবগুলোর অনেক ভূমিকা আছে। যা আগেও আমরা করেছি, সামনেও করব। বর্তমানে ক্রীড়াঙ্গনে শেখ রাসেল এক বড় শক্তি।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন