ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জ্বালানি তেলের উত্তোলন বাড়াচ্ছে রাশিয়া

চলতি বছরের সেপ্টেম্বরে অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন বাড়িয়েছে রাশিয়া। এ সময় দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেল ও কনডেনসেটের (তুলনামূলক হালকা জ্বালানি তেল) সম্মিলিত উত্তোলন আগের মাসের তুলনায় দশমিক ৬ শতাংশ বেড়েছে।

যদিও ওপেক প্লাস জোটের আওতায় বৈশ্বিক উত্তোলন হ্রাস চুক্তির শর্ত মেনে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমিয়ে আনার কথা দেশটির।

রুশ জ্বালানি মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যানুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন কূপগুলো থেকে সর্বমোট ৪ কোটি ৬ লাখ ৫০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল ও কনডেনসেট উত্তোলন হয়েছে, যা আগের মাসের তুলনায় দশমিক ৬ শতাংশ বেশি। দৈনিক হিসাবে এর গড় পরিমাণ ৯৯ লাখ ৩০ হাজার ব্যারেল।

খাতসংশ্লিষ্টরা বলছেন, ওপেক প্লাসের চুক্তিতে কনডেনসেট উত্তোলনের বিষয়ে কিছু বলা হয়নি। কোটা বেঁধে দেয়া হয়নি। সুযোগটি কাজে লাগাচ্ছে রুশ জ্বালানি প্রতিষ্ঠানগুলো।

সেপ্টেম্বরে জ্বালানি তেল উত্তোলনের যে হিসাব রুশ জ্বালানি মন্ত্রণালয় দিয়েছে, তাতে কনডেনসেটের তথ্য আলাদা করে দেয়া হয়নি। ফলে চুক্তির শর্ত মেনে চলার পরও করোনা মহামারীর মধ্যেও বাড়তি কনডেনসেট উত্তোলন করছে রাশিয়া, এমনটাই মত তাদের।

তবে রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয় বলছে, ওপেক প্লাসের চুক্তির শর্ত মেনে চলায় চলতি বছরের সেপ্টেম্বরে জ্বালানি তেল উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ কমেছে।

২০১৯ সালের সেপ্টেম্বরে সর্বমোট ৪ কোটি ৬১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (কনডেনসেটসহ) উত্তোলন হয়েছিল। দৈনিক হিসাবে এর গড় পরিমাণ ১ কোটি ১২ লাখ ৬০ হাজার ব্যারেল।

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন