মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর প্রথমবারের মতো স্থানীয় সময় শুক্রবার ভাষণ দিলেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে করোনার ভ্যাকসিন নিয়ে আশার কথা শোনালেন তিনি। মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের তৈরি করোনা ভ্যাকসিনের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আগামী বছরের এপ্রিলেই সব সাধারণ মানুষের জন্য সহজলভ্য হবে এই ভ্যাকসিন।
ট্রাম্প জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্মুখ সারির কর্মী, বয়স্ক এবং উচ্চ ঝুঁকিতে থাকা আমেরিকানদের এই ভ্যাকসিন বিতরণ করা হবে।
বিদায়ী প্রেসিডেন্ট বলেন, ফাইজারের ভ্যাকসিন বিনামূল্যে প্রদানের জন্য আমরা বিনিয়োগ করেছি। আগামী এপ্রিলেই এই ভ্যাকসিন যুক্তরাষ্ট্রের সব মানুষের জন্য সহজলভ্য হবে।
যুক্তরাষ্ট্রের ভোটের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন আরিজোনা এবং জর্জিয়ায় জয়ী হয়েছেন। ফলে এখন পর্যন্ত বাইডেনের ইলেকটোরাল ভোট ৩০৬টি। অপরদিকে নর্থ ক্যারোলিনায় জয় পেয়েছেন ট্রাম্প। এতে তার ইলেকটোরাল ভোট হয়েছে মোট ২৩২টি।
আনন্দবাজার/টি এস পি