রাজধানীতে এক ঘণ্টার ব্যবধানে পাঁচ স্থানে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় মোড়, মতিঝিল, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং শাহবাগ এলাকায় দুটি বাসে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সেখানে একটি ইউনিট পাঠানোর কিছুক্ষণ পরেই আবার খবর আসে শাহবাগে বাসে আগুন লেগেছে। খবর পেয়ে শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে ১টা ৩৮ মিনিটে আরেকটি ইউনিট পাঠানো হয়।
অপরদিকে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় মোড়ে আরও একটি বাসের আগুনে খবর পেয়ে ২টা ১০ মিনিটে সেখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঠানো হয় বলে জানান তিনি।
রোজিনা আক্তার আরও জানান, ইতোমধ্যে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে এবং শাহবাগে দুটি বাসে লাগা আগুন সম্পূর্ণ নেভানো গেছে।কিন্তু এখনও প্রেসক্লাবে লাগা বাসের আগুন নোভানোর চেষ্টা চলছে। তবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের ব্যাপারে প্রাথমিকভাবে এখনও কিছু জানা যায়নি।
আনন্দবাজার/এইচ এস কে