ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারে সড়ক অবকাঠামো নির্মাণে ঋণ দিবে জাপান

মিয়ানমারে সড়ক অবকাঠামো নির্মাণ ও দেশটির মাঝারি আকারের কোম্পানিগুলোয় অর্থায়নে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জাপান। এ লক্ষ্যে দেশ দুটি ৪১ কোটি ৪০ লাখ ডলার বা ৪ হাজার ২৭৮ কোটি ইয়েনের (জাপানি মুদ্রা) ঋণ চুক্তি সই করেছে। এ ঋণের বিপরীতে মিয়ানমারকে খুব অল্প পরিমাণ সুদ পরিশোধ করতে হবে।

এক বিবৃতিতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্বল্প সুদের এ ঋণের আওতায় ২ হাজার ৭৮৭ কোটি ইয়েন ব্যয়ে ইয়াঙ্গুনের উত্তর-পূর্বাঞ্চলের বাগো ও খাইখোতো এলাকার মধ্যে একটি সেতু নির্মাণ করা হবে।

সেতুটি নির্মাণ হলে মিয়ানমার, লাওস, থাইল্যান্ড ও ভিয়েতনামের মধ্যে যোগাযোগ আরও দ্রুত হবে। সহজ হয়ে আসবে পারস্পরিক বাণিজ্য। লাভবান হবে মিয়ানমারের রফতানি খাত।

এ বিষয়ে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, মিয়ানমারের অন্যতম বৃহত্তম বাণিজ্য অংশীদার থাইল্যান্ড। বাণিজ্য করিডোরটি চালু হলে দুই দেশের মধ্যে সড়কপথে যোগাযোগের সময় অনেকটাই কমে আসবে। একই সঙ্গে মিয়ানমারের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য অংশীদারদের মধ্যকার যোগাযোগ সহজ হয়ে আসবে, যা মিয়ানমারের সামগ্রিক অর্থনীতিকে আরও গতিশীল করে তুলবে।

স্বল্প সুদের এ ঋণের বাকি অর্থ দিয়ে করোনা মহামারিতে ঝুঁকির মধ্যে থাকা মিয়ানমারের মাঝারি আকারের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা হবে, যা করোনার ধাক্কা সামলে দেশটির উৎপাদন খাতকে ঘুরে দাঁড়াতে ভূমিকা রাখবে। সূত্র : বণিক বার্তা

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন