ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২০২৪ সালের আগে ঘুরবে না মার্কিন চাকরি বাজারের পরিস্থিতি

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে শোচনীয় অবস্থা রয়েছে চাকরির বাজার। তবে এটা ২০২৪ সালের আগে স্বাভাবিক হবে না বলে জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা সিএনএন’র খবরে। কিন্তু মার্কিন মুলুকে চাকরি হারানোর এই প্রতিযোগিতা অনেক অর্থনীতি বিশ্লেষককেই ব্যাপক অবাক করেছে।

জানা গেছে, মহামারি করোনার ধাক্কায় প্রায় কোটি ২০ লাখ মানুষ তাদের চাকরি হারিয়েছে যুক্তরাষ্ট্রে। তবে ইতোমধ্যে অর্ধেকের মতো ছাঁটাই কর্মী আবার তাদের কাজে ফেরার সুযোগও পেয়েছে।

সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে হিসাব করলে যুক্তরাষ্ট্রে বর্তমানে ১ কোটি কর্মী চাকরি হারিয়ে বসে আছে। সেই সাথে এই অবস্থার পরিবর্তন হতে অনেক সময় লাগবে এবং অনেক কাজ করতে হবে।

নিউইয়র্কভিত্তিক মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস অর্থনীতিবিদ জোসেফ ব্রিগস’র পূর্বাভাস অনুযায়ী, এ বছরের শেষ নাগাদ বেকারত্বের হার ৬ দশমিক ৬ শতাংশে নেমে আসবে, তবে বর্তমানে এই হার ৬ দশমিক ৯ শতাংশ।

তবে প্রত্যাশা আগামী ২০২৪ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার ৩ দশমিক ৯ শতাংশে নেমে আসবে যা করোনা মহামারির পূর্বে ছিল।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন