জয়পুরহাটে সম্প্রতি ৭৫ কোটি টাকার বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাব-৫। জেলার আক্কেলপুর উপজেলার দেওড়া গ্রাম থেকে সম্প্রতি এই ৩৮০ কেজি ওজনের দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গতকাল রবিরার (৮ নভেম্বর) রাতে র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ এ খবর নিশ্চিত করেন ।
তিনি বলেন, দুর্লভ এই কষ্টি পাথরটি পাল বংশীয় রাজা প্রথম মহিপালের আমলের উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক সম্পদ। অনেক বছর ধরে দেওড়া গ্রামের রজেন্দ্রনাথ তার নিজ বাড়িতে মন্দির তৈরি করে তার নিজের দখলে রাখেন, যা সম্পূর্ণই বেআইনি। প্রত্নতত্ত্ব অধিদফতরের সহায়তায় অভিযান চালিয়ে ৩৮০ কেজি ওজনের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়। বিষ্ণুমূর্তিটি প্রত্নতাত্ত্বিক সম্পদ হওয়ায় বর্তমানে নওগাঁর বদলগাছীর পাহাড়পুর জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হয়েছে।
র্যাব কমান্ডার আরও বলেন, কষ্টি পাথরের এই বিষ্ণুমূর্তিটি পাল বংশীয় রাজা ১ম মহিপাল (৯৯৫-১০৪৩ খ্রি.) আমলের। মূর্তিটির গায়ে খোদাই করা শিল্পকর্ম থেকে জানা গেছে যে, এটি কুষান সম্রাজ্যের প্রাচীন মূর্তি শিল্পের আদলে তৈরি করা হয়েছিল।
উল্লেখ্য, এর আগে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা ও বৃহত্তর বগুড়া জেলার দেওড়া গ্রাম থেকে এ ধরনের প্রত্নতাত্ত্বিক শিল্পকর্ম উদ্ধার করা হলেও র্যাব কর্তৃক উদ্ধার প্রত্নতাত্ত্বিক সম্পদসমূহের মধ্যে এটাই প্রথম। তবে মূর্তিটির আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা বলে জানিয়েছেন র্যাব।
আনন্দবাজার/এইচ এস কে