ঢাকা | বুধবার
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুকে উৎসর্গ বাংলাদেশ-নেপাল সিরিজ

করোনাভাইরাসের কারণের দীর্ঘদিন পর নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে দেশের মাটিতে ফুটবলে ফিরতে যাচ্ছে। এ ম্যাচ দুটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ রবিবার বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মলনে এ কথা জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিন। আগামী ১৩ ও ১৭ নভেম্বর বাংলাদেশ-নেপালের মধ্যকার প্রীতি ম্যাচ দুটি বঙ্গবন্ধু জাতিয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

কাজী মো. সালাহউদ্দিন বলেন, আমাদের প্রধান লক্ষ্য ফুটবল মাঠে ফেরানো। যে কারণে নেপাল দলকে আমরা আমন্ত্রণ জানিয়ে ঢাকায় এনেছি। এই ম্যাচ দু’টি সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনেই আয়োজন করা হচ্ছে।

বাফুফে সভাপতি বলেন, খেলোয়াড়রা ৭-৮ মাস অনুশীলনের বাইরে ছিল। তাই দ্রুত তাদের ফিটনেস শতভাগ ফিরিয়ে আনা সম্ভব নয়। ফুটবলারদের ফিটনেস পুরোপুরি ফিরে আসতে আরো সময় লাগবে। এখনও বেশ কয়েকদিন বাকি আছে। প্রথম ম্যাচের পরই বোঝা যাবে তাদের ফিটনেসের কি অবস্থা।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন