ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২২ ঘণ্টায়ও সচল হয়নি সিলেটের সাথে রেল যোগাযোগ

সিলেটের সাথে ২২ ঘণ্টায়ও সচল হয়নি সারাদেশের রেল যোগাযোগ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় একটি তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ায় গত ২২ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে রেল যোগাযোগ।

ইতোমধ্যে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে সাতটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। ফলে প্রায় কয়েক হাজার যাত্রী এতে চরম দুর্ভোগে পড়েছেন। তাদের গন্তব্যে পৌঁছা নিয়ে ব্যাপক সংশয় দেখা দিয়েছে।

জানা গেছে, আজ রবিবার (৮ নভেম্বর) সকালে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের পর বর্ক্ষতমানে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করছে রেলওয়ের প্রকৌশল বিভাগ। ফলে আপাতত বন্ধ আছে বিভাগীয় শহর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ। তবে ট্রেন চলাচল স্বাভাবিক করতে আরও ২ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. মিজানুর রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলে ট্রেন দুর্ঘটনার কারণে সিলেট রেলওয়ে স্টেশন থেকে, উদয়ন, পারাবত, জয়ন্তিকা, পাহাড়িকা ও উপবন ছেড়ে যায়নি। ট্রেন দুর্ঘটনার কারণে ওই ট্রেনগুলোর যাত্রা বাতিল হওয়ায় চড়ম দুর্ভোগে পড়েন সিলেটের ট্রেনযাত্রীরা।

এদিকে ট্রেন দুর্ঘটনার কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদেরকে সাতদিনের মধ্যে কারণ বর্ণনা করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন