নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফুটবলারদের শতভাগ দেয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। জয়ের ব্যাপারে আশাবাদী থাকলেও ফুটবলারদের ফিটনেস নিয়ে চিন্তিত বাফুফে সভাপতি।
গত দুসপ্তাহের অনুশীলনে আজ শনিবার প্রথম দুই দলে ভাগ হয়ে ম্যাচ প্রস্তুতি সেরেছেন জেমি ডে’র শিষ্যরা।
ফুটবলার, কোচ থেকে টানা ৪র্থ বার ফেডারেশন সভাপতি হয়েছেন কাজী সালাউদ্দিন। এজন্যই মাঠের সঙ্গে সম্পর্ক সহজে ভুলতে পারেন না তিনি। তাই প্রস্তুতি শুরুর দুসপ্তাহের মাথায়, অনুশীলন দেখতে মাঠে হাজির হয়েছেন সালাউদ্দিন। এসময় ফুটবলারদের পরামর্শও দিয়েছেন তিনি।
করোনার কারণে দীর্ঘ সময় প্রস্তুতির বাইরে ছিলো ফুটবলাররা। তাই নেপাল ম্যাচের আগে যা চিন্তার কারণ স্বাগতিকদের। বৈশ্বিক মহামারীর মাঝে আন্তর্জাতিক ম্যাচ সফল করাটাই এখন চ্যালেঞ্জ।
আনন্দবাজার/এম.কে