শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আমরাই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যাচ্ছি : বাইডেন

‘আমরাই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যাচ্ছি’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার রাতে নিজ নির্বাচনী শিবির ডেলওয়ার থেকে জাতির উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখার সময় এ কথা বলেন তিনি।

বাইডেন বলেন, সংখ্যাগরিষ্ঠতার সব দিক থেকেই আমরা এগিয়ে। ইতিমধ্যে ৭৪ মিলিয়নের বেশি ভোট পেয়েছি, যা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে ঐতিহাসিক ঘটনা।

ভোট কারচুপির অভিযোগের ব্যাপারে তিনি বলেন, ‘পক্ষপাতিত্বমূলক যুদ্ধে নষ্ট করার কোনও সময় নেই আমাদের। বিজয়ী হলে, একজন প্রেসিডেন্ট হিসেবে আমার কাজ হবে প্রত্যেকের জন্যই।

তিনি আরও বলেন, দেশের বহু মানুষ বেকার। তাদের নিয়ে এখনই কাজ করার সময়। সমর্থকদের শেষ পর্যন্ত ধৈর্য ধরারও আহবান জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ ছয়টি অঙ্গরাজ্যে ভোট গণনা এখনও চলছে। ঝুলে থাকা রাজ্যগুলোতে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ২১৪ ইলেকটোরাল ভোট। অন্যদিকে ২৬৪ ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন বাইডেন। নির্বাচিত হতে প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল ভোট।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  পেনসিলভেইনিয়ায় এগিয়ে বাইডেন

সংবাদটি শেয়ার করুন