ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের বিচার চাওয়ার অধিকার ছিল না : প্রধানমন্ত্রী

আমি, আমার ছোট বোন রেহানা, আমাদের কিন্তু বিচার চাওয়ার অধিকার ছিল না, বিচার চাইতে পারি নাই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৪ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকায় নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সংবিধানে দেশের সব নাগরিকের বিচার পাওয়ার অধিকার দেওয়া থাকলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের নির্মম হত্যার বিচার চাওয়ার অধিকার এক সময় আমাদের ছিল না। দিল্লি থেকে ঢাকায় আসার পর হাইকোর্ট ভবনে বহুবার গিয়েছি। কিন্তু আমার ক্ষেত্রে বিচারের বাণী নিভৃতে কেঁদেছিল।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর খুনিদের বিচার বন্ধে ইনডেমনিটি অর্ডিন্যান্স (দায়মুক্তি আদেশ) জারি করা হয়েছিল। অবশেষে ৯৬ সালে আমরা ক্ষমতায় আসার পর ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল হয়। বিচারের সুযোগটা আবার তৈরি হয়। এর পর জাতির পিতার হত্যার বিচারের রায় হলে খুনিদের সাজা কার্যকর করা হয়।

আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসএসসি) মেয়র শেখ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকার জেলা জজশীপের বিচারকরা, মহানগর জজশীপের বিচারকসহ সকল ম্যাজিস্ট্রেট, আইনজীবী নেতারা ও সাধারণ আইনজীবীরা।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন