এবার মৌসুমের শুরুতে বৃষ্টিপাতের কারণে আগাম সবজি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে নতুন করে আবারও শীতকালীন শাক-সবজি চাষ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কৃষকরা।
কাঁচাবাজারে শাক-সবজির দাম ভালো থাকায় কুড়িগ্রামের কৃষকরা এবার আগাম সবজি চাষে ঝুঁকছেন। কিন্তু সবজি বীজ রোপণের পরপরই ব্যাপক বৃষ্টিপাতের ফলে অধিকাংশ ক্ষেত নষ্ট হয়ে যায়। এরপর পুনরয় জমি তৈরি করে মুলা, লাউ, শসা, লাল শাক, পালংসহ বিভিন্ন জাতের সবজি বীজ রোপণ করেছেন এবং ফলনও বাম্পার হয়েছে।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারন অফিস জানায়, জেলায় বিভিন্ন শাক-সবিজর আবাদ চলমান আছে। এবছর শাক-সবজির লক্ষমাত্রা ধরা হয়েছে প্রায় ৫ শ হেক্টর জমিতে।
কাঁঠালবাড়ী ইউনিয়নের কৃষক মামুন বলেন, শুরুতে ২ একর জমিতে মুলা রোপন করেছিলাম। তবে তা বৃষ্টির পানিতে সম্পন্ন নষ্ট হয়ে গেছে। আবারও লাগাইছি দেখা যাচ্ছে বেশ ভালো ফলন হয়েছে। এরপর আবার আলু লাগাবো।
কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সামছুদ্দিন মিয়া বলেন, জেলায় বিভিন্ন শাক সবজির রোপণ এখনো চলমান আছে। ধারণা করা হচ্ছে আগামী ১০-১৫ দিনের মধ্যে বাজারে যথেষ্ট পরিমানে পাওয়া যাবে।
আনন্দবাজার/এম.কে