ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় আজারবাইজানে মৃত ২১

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে ২১ জনের। এবং এ হামলায় আরও বহু মানুষ আহত হয়েছে। আজারবাইজানের অভিযোগ, এ হামলা আর্মেনিয়া থেকে চালানো হয়েছে।

তবে গত বুধবার ওই হামলার কথা অস্বীকার করেছে আর্মেনিয়া। এ নিয়ে এই দুই দেশের মধ্যে দ্বিতীয়বার হামলা চালানো হয়েছে। আজারবাইজান জানায়, বার্দা জেলায় হামলায় বহু বেসামরিক হতাহত হয়েছে।

আজারবাইজান জানায়, আর্মেনিয়া বাহিনী বার্দায় স্মার্চ মিসাইল নিক্ষেপ করেছে। এ ব্যাপারে প্রসিকিউটরের কার্যালয় জানায়, একটি জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ২১ বেসামরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ৭০ জন।

সম্প্রতি নাগোরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। এতে দুই পক্ষেরই বহু মানুষ হতাহত হয়েছেন। এর আগে দুই দেশ তিনবার যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্বল্প সময়ের ব্যবধানে তা ভেস্তে গেছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন