করোনা উপলক্ষে জরুরি সহায়তা হিসেবে সদস্য দেশগুলোকে ১ হাজার কোটি ডলার ঋণ সহায়তা দিবে ব্রিকস ব্যাংক।
এরমধ্যে সদস্য দেশগুলোর অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে বরাদ্দ রয়েছে ৪শ’ কোটি ডলার। ব্রিকসের সদস্য দেশগুলো নিয়ে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক কোভিড-১৯ সংকট প্রতিরোধে এ তহবিল গঠন করেছে।
ব্রিকস সদস্য দেশগুলোতে ২ হাজার কোটি ডলারের ৬০ টি প্রকল্প চলমান আছে। ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় সাংহাইভিত্তিক এ ব্যাংক।
শুরুতে ব্যাংকের তহবিলে ছিলো ১০ হাজার কোটি ডলার। এর সদস্য দেশ চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা।
আনন্দবাজার/এফআইবি