করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সৌদির স্থানীয় ও প্রবাসীদের জন্য সীমিত পরিসরে শুরু হয় ওমরাহ। আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে চতুর্থ ধাপের ওমরাহ। এবার স্বাস্থ্যবিধি ও নির্দেশনা মেনে সৌদির বাইরের দেশের নাগরিকরাও ওমরায় অংশগ্রহণ করতে পারবে।
তবে ওমরাহ পালনে বিদেশিদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এর মধ্যে প্রধান পাঁচটি নির্দেশনা হলো :
১। কোনো নিবন্ধিত ওমরাহ কোম্পানি বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে ওমরার আবেদন সম্পন্ন করতে হবে।
২। সৌদির বাইরের দেশের ১৮ থেকে ৫০ বছর বয়সী নাগরিকরা ওমরাহ পালনের সুযোগ পাবে।
৩। ওমরাহ যাত্রীদের পিসিআর পরীক্ষায় সম্পন্ন করোনা নেগেটিভ সার্টিফিকেট প্রদান করতে হবে। তবে নিজ দেশের নির্ভরযোগ্য কোনো ল্যাব থেকে দেশ ত্যাগের ৭২ ঘণ্টার মধ্যে তা সম্পন্ন করতে হবে।
৪। সৌদি আরব পৌঁছে সকল ওমরাহ যাত্রীকে হোটেলে থাকতে হবে তিন দিনের কোয়ারেন্টিনে।
৫। ওমরাহ পালনকারীর পাসপোর্টের সব তথ্যের সত্যতার বিষয়ে দায়ভার গ্রহণ করতে হবে সংশ্লিষ্ট ওমরাহ কোম্পানিকে। সৌদিতে পৌঁছার ২৪ ঘণ্টা আগে ওমরাহ যাত্রীর বিমান টিকিট ও আবাসনের তথ্যসহ সব তথ্য প্রদান করতে হবে।
আনন্দবাজার/ডব্লিউ এস