ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারের পরিস্থিতি ও করণীয় নিয়ে শীর্ষ ব্রোকারদের সঙ্গে বিএসইসির বৈঠক

শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি, মার্চেন্ট ব্যাংকগুলোর নেগেটিভ ইক্যুইটির সমস্যা ও সমাধান ও লেনদেন বৃদ্ধি করতে করণীয় নিয়ে শীর্ষ ৯ ব্রোকারের সাথে বৈঠকে বসবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় কমিশনে এই বৈঠক শুরু হবে।

এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান। তিনি জানান, শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি ও করণীয় নিয়ে আলোচনার লক্ষ্যে বৃহস্পতিবার বৈঠক ডাকা হয়েছে।

বিএসইসি সূত্র অনুযায়ী, বৈঠকে অংশ নিতে এবি সিকিউরিটিজের চেয়ারম্যান এম ফজলুর রহমান, লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেসের প্রতিনিধি মো. রেজাউর রহমান, ইউসিবি ক্যাপিটালের সিইও মোহাম্মদ রহমত পাশা, ইউনাইটেড সিকিউরিটিজের সিইও মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরী, আইডিএলসি সিকিউরিটিজের সিইও মো. সাইফুদ্দিন, সিটি ব্রোকারেজের সিইও মিসবাহ উদ্দিন আফ্ফান ইউসুফ ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের সিইও আহসানুর রহমানকে চিঠি দেওয়া হয়েছে।

বৈঠকে বিএসইসির সকল কমিশনার ও নির্বাহী পরিচালকরা অংশ নেবেন।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন