বিপুল উৎসহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে পাইকগাছায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পাঁচ দিনের এই মহা আয়োজন। পাইকগাছা উপজেলায় এ বছর সর্বমোট ১৩৮ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। পূজার শেষ দিনে পাইকগাছার পৌর সদরের মন্ডপগুলোতে মানুষের ঢল নামে। বিসর্জনের আগে উপজেলার পূজা মন্দিরে আবির ও সিঁদুর লাগানোর উৎসব।
দুপুরে পূজা উদ্যাপন পরিষদ এর উদ্যোগে বের হয় পৌর সদরের উপজেলা কেন্দ্রীয় সর্বজনিন পূজা মন্দির, পৌর কেন্দ্রীয় পূজা মন্দির, বাজার পূজা মন্দির, শিববাটি পূজা মন্দির, সরর দাশপাড়া পূজা মন্দির ও শিববাটি উত্তর পাড়া পুজা মন্দির। মোট ৬ টি পুজা মন্ডপের হওয়া এই বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রাটি পৌর সদরের মেইন মেইন সড়ক প্রদক্ষিন করে শিববাটি পুরাতন ফেরিঘাটে পৌছায়। ঢাকের শব্দে আর ধূপের গন্ধে মুখরিত হয়ে ওঠে শিববাটি পুরাতন ফেরিঘাট এলাকা।
কপিলমুনি ও আগড়ঘাটা পূজা মন্দিরে প্রতিমা কপোতাক্ষ নদে বিসার্জন দেয়া হয়েছে। বিভিন্ন গ্রাম এলাকার মন্দিরের প্রতিমা স্থানীয় পুকুরে বিসর্জন দেয়া হয়। বিসর্জন উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়। বিপুলসংখ্যক পুলিশের পাশাপাশি আনসার বাহিনির সদস্যরা মাঠে ছিলেন। এ সময় কপোতাক্ষ ও শিবসার ব্রীজের উপরে হাজারো ভক্ত ও দর্শনার্থী প্রতিমা বিসর্জন দেখতে ভিড় করে। উৎসবমুখর পরিবেশে প্রতিমা বহনকারী নৌকা ও ট্রলার গুলো মাঝনদীতে গিয়ে প্রতিমা বিসর্জন দেয় । বিসর্জনের মধ্যে দিয়ে পাইকগাছায় দুর্গোৎসব শেষ হলো।
আনন্দবাজার/শাহী/ইমদাদ